সৌভিক বন্দ্যোপাধ্যায়




হোম ডেলিভারি

ময়দানে শেষ ট্রাম চলে যায় বিষন্ন জোনাকির মতো
কালো কফি ঠোঁটে নিয়ে, আমি বসে থাকি
জুলজিতে পিএইচডি মেয়েটির কাছে
এইভাবে, কত, কত সন্ধ্যার শেষে
শূন্যতে শূন্য মিশিয়ে আমি গতিপথ খুঁজি
বাড়ি ফিরে, টোস্টারে সেঁকে নি শীতার্ত পাঁউরুটি-দিবস
এত চাই প্রেম হোক, ভালোবাসা হোক
চাল-ডাল মিশে গিয়ে বর্ষার দিনে
বাধাহীন রচিত হোক স্পেশাল খিচুড়ি
তবু সেই লেবু চা' কাপ নিয়ে একইভাবে বসে থাকি
সাহিত্যে এমফিল মেয়েটির কাছে
ভাবেই, শূন্যতে শূন্য মেশে, বারবার ফেল করে যাই.......

রান্না যে ভুলে গেছি, এখন শুধুই বুঝি অস্থায়ী হোম ডেলিভারি -
আর কেউ না জানুক, এই কথা
শেষ ট্রামে ভেসে যাওয়া জোনাকি-জীবন ঠিক জানে .....

1 comment:

  1. Bah...pochhonder Kobi-r pochhonder kobita...

    ReplyDelete