সনৎ মাইতি





ডাস্টবিনের কবিতাসমূহ


২৩/১২/২০১৫

ঢিল ছোঁড়া দূরত্বেই দাঁড়িয়ে রয়েছি
অথচ ঢিল আসছে না

ঢিল    
ঢিল


২/৫/২০১৬

শ্রমে পাথর ছাদ হয়ে ওঠে...

এত পাথর উড়ে এল
          কতটা আর প্রস্তর যুগে গেলাম।

কতটা আর বন্য হলাম

ঘট ঘট  শ্রমে পাথর ছাদ হয়ে ওঠে...



স্বর্গে

স্বর্গে যাওয়া নিয়ে কথা হচ্ছিল

কিছু
     সিঁড়ি
ভাঙলেই নাকি  স্বর্গে পোঁছানো যায়

স্বর্গে যাওয়া নিয়ে সবাই কথা বলছিল

আর  আমি শুধু দেবতা হওয়া নিয়ে ভাবছিলাম...

1 comment: