প্রমিত পণ্ডিত



খারাপ কবিতার। সেই লোক

ভাষা ছিঁড়ছে। বাল্
পড়ে থাকছে দিকচক্রের অবাকের এক ধারণায়

উ-উথলে উঠছে। ক-বি-তা। ছন্দের চেয়েও
ঢের ক্যামন হয়ে থাকছে রোদ ঘষার এই দাগ

OHHH FUCK…!!! সে তো সহনের এক সীমা
পেরোতে চাইছে

লাইন ফুরোনোর পরেও মধ্যেকার এই লাইন


বেওয়াফাই চোখগুলো...সাবালক ঊণ্ডসগুলো...

নতুনের নাম
কিনছে
কী
রে





13 comments:

  1. কবিতার নাম, আর শব্দ কেটে দেওয়া থেকে আমার মাথায় হুট করে একজনের নাম চলে এল- "অনুপম মুখোপাধ্যায়।" তাঁকেই উৎসর্গিত কী কবিতা?

    ReplyDelete
  2. তাহলে ব্যর্থ হয় নি বলছেন?

    ReplyDelete
  3. লোকটি খুব তাড়াতাড়ি উৎসর্গ পেয়ে গেল

    ReplyDelete
  4. অসাধারণ নিবেদন।

    ReplyDelete
  5. অনেকটা অনুসরণ... ভালোই লাগলো। অতএব আমরা এরেকজন কাটাকুটি খেলার প্লেয়ার পেলাম।

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ।কাটাকুটি এর আগে সুনীলও খেলেছেন।দেশ এই বেরিয়েছিল বোধহয়।

      Delete
  7. বাঃ বেশ ভালোই

    ReplyDelete
  8. বাঃ বেশ ভালোই

    ReplyDelete