রাণা বসু

১।
সোলার শিশির
ভরে রাখা যায় শরীর
থেকে পাশের বাগানে
ফল দুলে ওঠে
ফুলের ঋতুতে দাঁড়িকমা
লেগে থাকে  যায়


২।
তিরতির করে ফল
পেকে যাবার পরও
অতীত ঝুলে পড়ছে না
ফেটে যাচ্ছে
সোনার হরিণ

শব হয়ে উঠছে
আলোকগুচ্ছ
তিনটি শর্তে নিয়মে
যার পাঠক
সংকুচিত হয়ে পড়ে


৩।
ক্যালকুলেটরে
সংখ্যায় সংখ্যা লেগে
গেরো পড়ে গ্যাছে বলে
সমান দূরত্বে
একই সংখ্যা
দাঁড়িয়ে থাকে  আছে

একে তুমি
দ্রৌপদী বলতে পারো।।


[picture courtesy : Tamarillos by Horacio Cardozo
75cm x 45cm
Original Painting Oil on Canvas]



6 comments:

  1. "ফুলের ঋতুতে দাঁড়িকমা" উফফ...

    ReplyDelete
  2. '... সংখ্যায় সংখ্যা লেগে গেরো'... তিনটি লেখাই বেশ উপভোগ !

    ReplyDelete
  3. ১,৩ নং কবিতার দুটি লাইন থেকে কিছু তোমার বৈশিষ্ট্য পেলাম। যথা, "লেগে থাকে যায় /দাঁড়িয়ে থাকে যায় "....একটা ঘটনার চিরন্তন ও তাৎক্ষণিকের ভেদটুকু পাশাপাশি রেখে টোটাল লেখার প্রতি একটা অনুধ্যান বজায় রাখা। কিন্তু, ২নং কবিতায় তা পেলাম না..., কবিতা গুলো থেকে পেলাম বস্তুববিরোধের সহবাসে ভাবদ্বন্দ। তবে আরও তীক্ষ্ণ করার প্রয়োজন আছে। যেমন, শ্যামল সিংহ ...
    তবে লেখায় সেইভাবে ক্রাইসিস পাইনি

    ReplyDelete
  4. ২,৩ ভালো লাগলো।

    ReplyDelete