শম্পা মাহাতো




অসুখ

সময় থেকে গড়িয়ে যাচ্ছে সময়
মা ডাকছে ওষুধ খেতে
জানিনা কী হয়েছে আমার।

বিছানায় শুয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি
আকাশ কাছে। তার পিছনে জানলা।
মাটিতে দাঁড়িয়ে মা অস্বীকার করছে
আমার বায়না।

অদূরে ফিসফাস। আদরে নিঃশ্বাস।
আমি ভালো হয়ে যাচ্ছি।
ওষুধের সময় হয়ে আসছে।

বাবা উদাসীন।
মতামত দিচ্ছে বলিরেখা।
হামাগুড়ি পথে বাবার মুখোমুখি হই
কী হয়েছে আমার!

বাবার হাত ফসকে বিড়ির খানিক অংশ
তারা হয়ে উবে যায় আকাশে
ওষুধের গন্ধ ভেসে থাকে

( ০২/১১/২০১৬)

9 comments:

  1. Replies
    1. ভালো লাগল। ধন্যবাদ।

      Delete
  2. উফফ। শেষ তিনটে লাইন।

    ReplyDelete
    Replies
    1. শেষের আগের দুটো লাইনের জন্য ধন্যবাদ।

      Delete
  3. সময় থেকে গড়িয়ে যাচ্ছে সময়, ডাকছে ওষুদ খেতে, জানি না কি হয়েছে আমার!!! আহারে কবিতা

    ReplyDelete
  4. সারল্য ছুঁয়ে যায় ।

    ReplyDelete
    Replies
    1. ভালো লাগল মন্তব্য পেয়ে।

      Delete